বাংলা নিউজ > দেখতেই হবে > ঘরে বাইরে > দক্ষিণ চিন সাগরে বেজিংয়ের উচ্চাকাঙ্ক্ষা, সমঝে দিতে মুম্বইয়ে নোঙর করবে জার্মান রণতরী ‘বায়ার্ন’

দক্ষিণ চিন সাগরে বেজিংয়ের উচ্চাকাঙ্ক্ষা, সমঝে দিতে মুম্বইয়ে নোঙর করবে জার্মান রণতরী ‘বায়ার্ন’

দক্ষিণ চিন সাগরে পেশিশক্তি প্রদর্শনের চেষ্টা করছে ... more

দক্ষিণ চিন সাগরে পেশিশক্তি প্রদর্শনের চেষ্টা করছে চিন। বাড়ছে উচ্চাকাঙ্ক্ষা। সেই পরিস্থিতিতে মুম্বইয়ে নোঙর করতে চলেছে জার্মান রণতরী। সূত্রের খবর, আগামী ২১ জানুয়ারি মুম্বইয়ে নোঙর করতে পারে জার্মান রণতরী 'বায়ার্ন'।