Video: চিতাভস্মের হোলিতে মাতোয়ারা বারাণসীর মণিকর্ণিকা ঘাট! লখনউতে উৎসবের বাজার কাঁপাচ্ছে 'বাহুবলী গুজিয়া'
Updated: 05 Mar 2023, 09:00 PM ISTউত্তর প্রদেশের বিভিন্ন অংশ জুড়ে হোলি উৎসব ঘিরে উদযাপনের আলাদা আলাদা রঙ দেখা যায়। মথুরা ইতিমধ্যেই সেজে উঠেছে। সেখানে ফুলের রঙে রঙিন হয়েছে হোলির উৎসব। এদিকে, বারাণসীর মণিকর্ণিকা ঘাটে শশ্মানের চিতাভস্ম দিয়ে হোলি খেলার রীতি প্রচলিত। সেই প্রচলিত রীতি এবারেও পালিত হল সাড়ম্বরে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে ভিড় করেছিলেন এই হোলি ঘিরে। এদিকে, উত্তর প্রদেশের লখনউ এই হোলি খেলা ঘিরে সাজো সাজো রবে মাতোয়ারা। লখনউতে মিষ্টির দোকানে রবিবার থেকেই ভিড় ছিল চোখে পড়ার মতো হোলির বাজার কাঁপিয়ে রকেট গতিতে বিক্রি হচ্ছে সেখানে 'বাহুবলী গুজিয়া'। সব মিলিয়ে হোলির উৎসবে নিজেকে ধীরে ধীরে রাঙিয়ে নিচ্ছে উত্তর প্রদেশ।