বাংলা নিউজ > দেখতেই হবে > ঘরে বাইরে > Video:রাজনাথ সিংয়ে বাড়িতে হোলির পার্টি! নাচের তালে মার্কিন সচিব জিনা রাইমন্দো, সমারোহে বহু মন্ত্রী

Video:রাজনাথ সিংয়ে বাড়িতে হোলির পার্টি! নাচের তালে মার্কিন সচিব জিনা রাইমন্দো, সমারোহে বহু মন্ত্রী

হোলি উৎসবের রেশ সর্বত্র। দেশের বিভিন্ন প্রান্তে রঙের খেলায় ২০২৩ হোলি ঘিরে উৎসবে মেতেছেন মানুষ। হোলির দিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বাড়িতেও আয়োজিত হয় হোলির বিশেষ পার্টি। সেখানে আমন্ত্রিত ছিলেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। উৎসবে সামিল হতে দেখা যায় মার্কিন বাণিজ্য সচিব জিনা রাইমন্দোকে। হোলির রঙে, নাচের তালে তিনি মেতে ওঠেন। উৎসবে রঙের আসরে মাতেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। হোলির পার্টিতে দেখা যায় কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে। রাজনাথ সিং বাদ্যযন্ত্রের তালে জমিয়ে দেন আসর। নাচে, গানে, রঙের এই উৎসব অনুষ্ঠিত হয় রাজনাথ সিংয়ের বাসভবনে।