বাংলা নিউজ > দেখতেই হবে > ঘরে বাইরে > Video: সন্দেহ ছিলই, পার্স খুলতেই তার গুপ্ত খাপ থেকে বের হল মাদক! বিমানবন্দরে CISF এর জালে কে?

Video: সন্দেহ ছিলই, পার্স খুলতেই তার গুপ্ত খাপ থেকে বের হল মাদক! বিমানবন্দরে CISF এর জালে কে?

দিল্লি বিমানবন্দরে বাজেয়াপ্ত হল নিষিদ্ধ মাদক। জানা গিয়েছে, এক মহিলার কাছ থেকে ২.৩৯ কেজির নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে। বিমানবন্দরে মহিলার গতিবিধি ঘিরে সন্দেহ হয় সিআইএসএফের। তখনই তল্লাশি শুরু করে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ। কাতার এয়ারওয়েজের বিমানে এই মহিলা দিল্লি থেকে দোহা যাচ্ছিলেন। তাঁর কাছ থেকেমাদকে ঠাসা ২০ টি প্যাকেট উদ্ধার হয়। দেখা যায়, পার্সের এক গোপন খাপে সেই মাদক ছিল। এছাড়াও চুরির বাক্সে ছিল মাদক। মোট ৪.৭৮ কোটি টাকার মাদক উদ্ধার হয়েছে।