কয়েক ঘণ্টার নোটিসে লকডাউন, থালা বাজানো থেকে শুরু করে প্রদীপ জ্বালানো - একাধিক বিষয় নিয়ে সমালোচনার মুখে পড়েছিল কেন্দ্র। দেশে করোনাভাইরাস টিকাকরণ প্রক্রিয়া শুরুর দিন সেই যাবতীয় পদক্ষেপের কারণ ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দাবি করলেন, করোনার বিরুদ্ধে দেশবাসীর সংযম ও অনুশাসনের পরীক্ষা নিয়েছিল
জনতা কার্ফু। হাততালি দিয়ে, থালা বাজিয়ে এবং প্রদীপ জ্বালিয়ে দেশের আত্মবিশ্বাসকে বাড়িয়ে রাখা হয়েছিল। অর্থনীতি এবং জীবনযাপনের উপর কীরকম প্রভাব পড়তে পারে, তা জানা সত্ত্বেও করোনাভাইরাস রুখতে সবথেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল লকডাউনই। দেশজুড়ে টিকাকরণ প্রক্রিয়া সূচনার অনুষ্ঠানে আর কী বললেন মোদী, শুনেন নিন ভিডিয়োয় -