HTLS2020-আনলকে দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, জানালেন SBI চেয়ারম্যান
Updated: 26 Nov 2020, 09:07 PM ISTHindustan Times Leadership Summit (HTLS 2020)- এ তে এসে আশার কথার শোনালেন স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান দীনেশ কুমার খারা। তিনি জানালেন দ্বিতীয় ত্রৈমাসিকে দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি। করোনাকালে সরকার আনলক ঘোষণা করার পরেই ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে তিনি জানান। প্রসঙ্গত, প্রথম ত্রৈমাসিকে ভারতের জিডিপি সংকুচিত হয়েছিল ২৩.৯ শতাংশ। এসবিআই প্রধান বলেন এবার ফলাফল অনেক ভালো হবে। ধীরে ধীরে চাহিদা বাড়ছে অর্থনীতিতে। রিয়েলটি সেক্টরেও চাহিদা ফিরে আসছে বলে তিনি জানান।