সময় বদলাচ্ছে। সেই সময়ের সঙ্গে তাল মিলিয়ে এখন ক্রিকেটাররা পিতৃত্বকালীন ছুটি নিচ্ছেন। এই নিয়ে নিজের মতামত শেয়ার করলেন ভারতের সর্বকালের সেরা অলরাউন্ডার কপিল দেব।
বিশ্বকাপ জয়ী অধিনায়ক হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০২০-তে বক্তব্য রাখছিলেন। তিনি বলেন যে ক্রিকেটে যে এরকম বদল আসছে তাতে তিনি খুশি। তিনি বলেন তাঁর আমলে সুনীল গাভাসকর বহুদিন অবধি তাঁর ছেলে রোহনকে দেখতে পায়নি কারণ সে ট্যুরে ছিল। কপিল দেব বলেন যে তিনি খুশি যে কোহলি কয়েকদিন তাঁর পরিবারের সঙ্গে কাটাতে পারবেন প্রথম সন্তানের জন্মের সময়।