Video: জেটপ্যাক সিস্টেমের রুদ্ধশ্বাস পরীক্ষামূলক উড়ান! ভারতীয় সেনার এই ভিডিয়ো গায়ে কাঁটা দেওয়ার মতো
Updated: 03 Mar 2023, 06:02 PM ISTএই ভিডিয়োতে ধরা পড়েছে 'গ্র্যাভিটি ইন্ডাস্ট্রিজ' এর প্রতিষ্ঠাতা রিচার্ড ব্রাউনিংয়ের ছবি। জেটপ্যাক সিস্টেমের 'ডেমো' দিতে তাঁকে দেখা যায়। শূন্যের মাঝে এভাবে ভেসে গিয়ে তিনি দিলেন এই 'ডেমো'। এই ছবি আগ্রার। ব্রিটিশ 'গ্র্যাভিটি ইন্ডাস্ট্রিজ'-এর তৈরি জেটপ্যাক সিস্টেম এবার ভারতীয় সেনার অঙ্গ হতে চলেছে। আর তার আগে 'গ্র্যাভিটি ইন্ডাস্ট্রিজ'-এর প্রতিষ্ঠাতা খোদ এই 'ডেমো'তে তুলে ধরলেন এর সুবিধার দিকগুলি। উল্লেখ্য, ভারতের সীমান্তে গুরুত্বপূর্ণ জায়গায় এই সিস্টেম লাগু হতে চলেছে।