Updated: 02 Mar 2023, 08:36 PM IST
লেখক Sritama Mitra
'প্রধানমন্ত্রী মোদী বিশ্বের নেতাদের মধ্যে সবেচেয়ে বেশি পছন্দের', ঠিক এই বার্তা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সদ্য এসেছেন ভারত সফরে। ভারত-ইতালির দ্বিপাক্ষিক সম্পর্কের ৭৫ বছর উদযাপনকে কেন্দ্র করে দুই দেশের বিশেষ চুক্তি স্বাক্ষরিত হয়। এদিকে, দুই দেশের প্রধানমন্ত্রী যখন আজ যৌথ ভাষণে বক্তব্য রাখছেন, তখনই মোদীর প্রশংসা উঠে আসে মেলোনির মুখে। ইতালির প্রধানমন্ত্রীর বক্তব্য পাশে দাঁড়িয়ে শুনছিলেন নরেন্দ্র মোদী। মেলোনির তরফে প্রশংসাবাক্য শুনে মৃদু হেসে ফেলতে দেখা যায় ভারতের প্রধানমন্ত্রীকে। মোদীর হাসির সেই দৃশ্যও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে।