Video: 'দুর্ভাগ্যজনকভাবে আমি সাংসদ', বলতেই রাহুলকে পাশ থেকে ফিশফিশ করে শুধরে দিলেন জয়রাম রমেশ
Updated: 17 Mar 2023, 10:54 PM ISTসদ্য এক বিতর্ক নিয়ে মুখ খুলতে গিয়ে রাহুল জড়ালেন নতুন এক কাণ্ডে! সদ্য রাহুল গান্ধী ভারতের গণতন্ত্র নিয়ে যে মন্তব্য করেছিলেন, তা নিয়ে বিজেপি ক্ষমা চাওয়ার দাবি জানায়। বৃহস্পতিবার রাহুল গান্ধী জানান, তিনি এই ইস্যুতে সংসদে বক্তব্য রাখতে চান। এই প্রসঙ্গেই রাহুল এদিন মুখ খোলেন সংসদে। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখার সময় রাহুল এক জায়গায় বলেন,'দুর্ভাগ্যবশত আমি একজন সাংসদ...'। খানিকক্ষণের মধ্যেই রাহুলের এই বক্তব্য শুধরে দেন পাশে বসা জয়রাম রমেশ। বর্ষীয়ান কংগ্রেস নেতা রাহুলের কানে কানে যে কথা বলেছেন, তা মাইক্রোফেনের দৌলতে খানিকটা শোনা গিয়েছে। আর তাতে দেখা যাচ্ছে, জয়রাম রমেশ রাহুলকে বলছেন,'দুর্ভাগ্যবশত আমি একজন সাংসদ'... এই কথাতে কেউ 'জোক' করতে পারেন! ফলে কথাটি কী হবে, সেই লাইনটি বলে দেন জয়রাম রমেশ। তারপরই রাহুল নিজেকে শুধরে নিয়ে বলতে শুরু করেন... রাহুল বলেন, 'আমি এটা স্পষ্ট করতে চাই, দুর্ভাগ্যবশত আপনাদের জন্য আমি একজন সাংসদ...।'