স্বাধীনতা দিবসের আগে জম্মু ও কাশ্মীরে বড়সড় সাফল্য। সন্ত্রাসবাদে অর্থ জোগানো একটি চক্রের পর্দা ফাঁস করল নিরাপত্তাবাহিনী। পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সঙ্গে যোগ থাকা ওই চক্রের ছ'জনকে গ্রেফতার করা হয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) মুকেশ সিং জানিয়েছেন, মুদাসির ফারুক ভাট নামে একজনকে জেরার জন্য ডাকা হয়েছিল। মুদাসিরের বয়ানের ভিত্তিতে ওই চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে একটি ‘টিফিন বক্স’ থেকে ১.৫ লাখ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। বিস্তারিত জানতে দেখুন ভিডিয়ো -