Video: মন্ত্রীর কনভয়ের একেবারে সামনে এসে দাবিতে সোচ্চার স্থানীয়রা! নামলেন মনোজ তিওয়ারি, এরপর?
Updated: 12 Mar 2023, 10:15 PM ISTঘটনাস্থল হাওড়া। রাস্তা দিয়ে যাচ্ছিল মন্ত্রী মনোজ তিওয়ারির কনভয়। ছিল ব্যস্ত শিডিউল। এদিকে, তাঁর কনভয়ের সামনে চলে আসেন শিবপুরের আড়ুপাড়া, সুভাষ নগর এলাকার মানুষ। মন্ত্রীর কনভয়ের সামনে দাঁড়িয়ে পড়ে স্থানীয়দের দাবি ছিল রাস্তার। বাসিন্দাদের এভাবে দেখেই গাড়ি থেকে নেমে পড়েন তৃণমূল বিধায়ক মনোজ তিওয়ারি। প্রতিবাদীদের সামনে এসে দাঁড়ান। শোনেন তাঁদের কথা। মনোজকে জানানো হয় ওই রাস্তা কতটা প্রয়োজনের। সব কিছু শুনে এলাকাবাসীকে তাঁর উদ্যোগ নেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন মন্ত্রী মনোজ তিওয়ারি।