সভ্য সমাজের প্রতীক হবে মাস্ক, দেরি হলেও যত্রতত্র থুতু ফেলার অভ্যেস ছাড়ুন : মোদী Updated: 26 Apr 2020, 01:28 PM IST HT Bangla Correspondent করোনাভাইরাস পরিস্থিতির আগে মাস্ক নিয়ে যে ধারণা ছিল, তা এখন আমূল বদলে গিয়েছে। আর আগামীদিনে সেটাই হয়ে উঠবে সভ্য সমাজের প্রতীক। রবিবার 'মন কি বাত'-এ একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর কী বললেন তিনি, দেখে নিন ভিডিয়োয় -