Video: দানবীয় উদ্গীরণ ইন্দোনেশিয়ার মাউন্ট মেরাপি আগ্নেয়গিরি থেকে! আশপাশের এলাকা ঢাকল ছাইতে
Updated: 12 Mar 2023, 06:07 PM ISTধূসর ধোঁয়া যেন গ্রাস করছে নীল আকাশ। যত দূর দেখা যাচ্ছে, ততদূরেই যেন ছড়িয়ে পড়ছে সেই দানবীয় কুণ্ডলীকৃত ধোঁয়া। এই ছবি ইন্দোনেশিয়ার। সেখানের মাউন্ট মেরাপি আগ্নেয়গিরি থেকে সদ্য এই উদ্গিরণের ছবি উঠে এসেছে। ভয়াবহ এই দৃশ্য একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে উঠে এসেছে। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। দেখা গিয়েছে, ঘটনায় ১.৫ কিলোমিটার পর্যন্ত এলাকায় ছড়িয়ে পড়েছে লাভা। আশপাশের বহু স্থানীয় গ্রামে আগ্নেয়গিরির ছাই ছড়িয়ে পড়েছে। এই ঘটনা কয়েকদিন আগের। স্থানীয় সময় দুপুরের দিক থেকে এমন প্রকাণ্ড ধোঁয়া কুণ্ডলী নিয়ে ভয়াবহ আকার ধারণ করে ইন্দোনেশিয়ার এই আগ্নেয়গিরি।