Video: জাপানে সৈকতে ভেসে এল দৈত্যাকার বল! কে পাঠাল? রহস্য বুনছে জটাজাল
Updated: 26 Feb 2023, 11:06 PM ISTজাপানের সমুদ্র সৈকতে আচমকা ভেসে আসা দানবীয় বল ঘিরে বহু প্রশ্ন উঠছে। এই বল কে পাঠাল? বা, কোথা থেকে এল? এই প্রশ্ন ঘোরাফেরা করছে। আপাতভাবে এই বলটি ধাতুর তৈরি বলেই মনে করা হচ্ছে। জাপানের হামামাতসু শহরের এনশু সৈকতে এই বলের হদিশ পাওয়া গিয়েছে। অনেকেরই প্রশ্ন, এটি জাপানে আসা এই বলটি সাম্প্রতিক রাজনৈতিক বা কূটনৈতিক সম্পর্কের কোনও ফসল নয়তো! এখনও পর্যন্ত এই বল জাপানে আসার নেপথ্যে চিন বা উত্তর কোরিয়ার হাত থাকার প্রমাণ নেই। প্রাথমিক বিশ্লেষণে দেখা গিয়েছে, এই বলের ভিতরের অংশটি ফাঁপা। বিস্ফোরণ সম্পর্কিত বিশেষজ্ঞরা ক্রমাগত এই বলকে পরীক্ষা করে চলেছেন।