ভারতে সংস্কৃতে শপথ নেন, এমন জনপ্রতিনিধির সংখ্যা ক্রমশই কমে আসছে। কিন্তু সমুদ্র পেরিয়ে সুদূর নিউজিল্যান্ডে সংস্কৃতে শপথ নিয়ে তাক লাগালেন ভারতীয় বংশোদ্ভূত ডক্টর গৌরব শর্মা। ভারতে জন্মগ্রহণ করেছিলেন তিনি। ভারতের সংস্কৃতির উৎপত্তির কথা নিজের দেশের মানুষের কাছে তুলে ধরার জন্যই সংস্কৃতে শপথ পাঠ করেন তিনি। তবে টুইটারে এই ভিডিও পোস্ট করার পর কিছু বিরূপ প্রতিক্রিয়াও পান তিনি। কেউ কেউ বলে সংস্কৃত হিন্দুত্বের প্রতীক। তবে তাতে টলেননি গৌরব।
সংস্কৃত ছাড়াও নিউজিল্যান্ডের আদি ভাষা তে রিও মাওরিতেও শপথ নেন গৌরব। শ্বেতাঙ্গরা বসবাস করতে আসার আগে নিউজিল্যান্ডের আদিবাসীরা যেই ভাষায় কথা বলতেন, সেটাকে সম্মান জানাতে ওই ভাষায় কথা বলেন গৌরব শর্মা।