Video: দাঁড় করানো ছিল বাইক, আরামে বসে ছিল কুকুর...আচমকা ধসে পড়ল রাস্তার অংশ! দিল্লির ভিডিয়ো ভাইরাল
Updated: 26 Feb 2023, 10:12 PM ISTআর চার পাঁচটা দিনের মতোই রাস্তায় 'পার্ক' করা ছিল বাইক। রাস্তায় আরামে বসেছিল কুকুর। ভারতের বাকি প্রান্তের রাস্তাগুলির মতো এই রাস্তার ছবিটাও ছিল একই। তবে, আচমকা যে রাস্তা ধসে পড়বে এভাবে, তা কেউ ঠাওরাতে পারেনি! এভাবে রাস্তা ধসে ভিতরে ঢুকে যাওয়ার ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য। এই ছবি দিল্লির কে আর পুরমের। সেখানে এই রাস্তাটি ধসে যাওয়ার ফলে ভিতরে ঢুকে যায় কুকুরটি, ভিতরে ঢুকতে দেখা যায় বাইকগুলিকেও। গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভিতে।