বাংলা নিউজ >
দেখতেই হবে >
ঘরে বাইরে >
Ambubachi mela at Kamakhya: ‘ভূ-গর্ভ থেকে শক্তি সঞ্চারিত হয়’, অম্বুবাচীর জন্য কামাখ্যায় মানুষের ঢল, কবে মন্দির খুলবে?
Updated: 22 Jun 2024, 03:45 PM IST
লেখক Ayan Das
অম্বুবাচী মেলার জন্য অসমের কামাখ্যা মন্দিরে ভক্তদের ঢল নামল। প্রতি বছরেই এই সময় গুয়াহাটির কামাখ্যা মন্দিরে ভক্তদের ঢল নামে। তিথি মেনে আজ থেকে শুরু হয়েছে অম্বুবাচী মেলা। নিয়ম অনুযায়ী, 'প্রবৃত্তি'-র পরে মন্দিরের মূল প্রবেশদ্বার বন্ধ করা হয়। তিনদিন বন্ধ থাকবে কামাখ্যা মন্দিরের মূল দরজা। আগামী বুধবার ‘নিবৃত্তি’ হবে। আর তারপর বুধবার সকালে ফের কামাখ্যা মন্দিরের মূল দরজা খুলে দেওয়া হবে।