বাংলা নিউজ > দেখতেই হবে > ঘরে বাইরে > Pulwama Terrorist Attack: একদম সামনে থেকে গুলি জঙ্গির, পুলওয়ামায় মৃত্যু RPF অফিসারের, ধরা পড়ল সিসিটিভিতে

Pulwama Terrorist Attack: একদম সামনে থেকে গুলি জঙ্গির, পুলওয়ামায় মৃত্যু RPF অফিসারের, ধরা পড়ল সিসিটিভিতে

চায়ের দোকানের সামনে বেঞ্চে বসেছিলেন। সেইসময় পিছন থেকে এসে গুলি চালাল এক জঙ্গি। পুলওয়ামায় জঙ্গি হামলার সেই ছবি ধরা পড়ল সিসিটিভিতে। সোমবার কাকাপোরায় ২ আরপিএফ আধিকারিকের উপর হামলা চালায় এক জঙ্গি। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া যায়। হাসপাতালে নিয়ে গেলে আরপিএফের হেড কনস্টেবল সুরিন্দর সিংকে মৃত বলে ঘোষণা করা হয়। সাব-ইনস্পেকটর হাসপাতালে ভরতি আছেন। তাঁর কাঁধে গুলি লেগেছে। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -