বাংলা নিউজ > দেখতেই হবে > ঘরে বাইরে > Video: লন্ডনের মাটিতে ভারতের গণতন্ত্র নিয়ে সমালোচনায় বিস্ফোরক রাহুল গান্ধী! পাল্টা তোপ BJPর

Video: লন্ডনের মাটিতে ভারতের গণতন্ত্র নিয়ে সমালোচনায় বিস্ফোরক রাহুল গান্ধী! পাল্টা তোপ BJPর

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভারতের গণতন্ত্র নিয়ে বিতর্কিত মন্তব্যের পর রাহুল গান্ধী ইতিমধ্যেই বিজেপির তোপের মুখে পড়েছেন। এরপর গত শনিবার তাঁর নয়া মন্তব্য ঘিরে ফের তোলপাড় শুরু হয়েছে। লন্ডনে সাংবাদিকদের সঙ্গে এক আলোচনা সভায় রাহুল ভারতের গণতন্ত্র নিয়ে এক মন্তব্য করেছেন নতুন করে। রাহুল ওই আলোচনা সভায় বার্তা দেন,'ভারতে গণতন্ত্র' ক্ষতিগ্রস্ত।' রাহুল বলেন, ' তবে এই নিয়ে আমেরিকা এবং ব্রিটেনের মতো গণতন্ত্রপ্রেমী দেশগুলি এই নিয়ে কোনও উচ্চবাচ্য করছে না।' রাহুলের আরও দাবি, 'কারণ, এর পিছনে অর্থনীতি এবং বাণিজ্য জড়িত রয়েছে।' এদিকে, বিজেপির তরফে অনুরাগ ঠাকুর রাহুলকে পাল্টা তোপ দাগতে ছাড়েননি।