ওড়িশা রেল দুর্ঘটনা: ঘটনাস্থল পরিদর্শনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
Updated: 03 Jun 2023, 03:42 PM ISTওড়িশা রেল দুর্ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ ।উদ্ধার কাজে নেমেছে DRF, ODRF, বায়ুসেনা। রেলমন্ত্রী জানালেন উদ্ধার ও ত্রাণ প্রাথমিক ফোকাসে। সব মিলিয়ে এই রেল দুর্ঘটনা গত কয়েক দশকের ভয়াবহ রেল দুর্ঘটনার মধ্যে অন্যতম। প্রত্যক্ষদর্শীরা ভুলতে পারছেন না সেই অভিশপ্ত রাতের কথা। এদিকে পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় যান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অন্যদিকে, দিল্লিতে হাইভোল্টেজ বৈঠক করেন মোদী। সব মিলিয়ে এই দুর্ঘটনা ঘিরে শোকস্তব্ধ দেশ, উঠছে নানান প্রশ্ন।