৩০ জন বিধায়ক পাইলট শিবিরে চলে গেলে পরিস্থিতি গম্ভীর হতে পারত। এমন ভাবেই রাজস্থানের রাজনৈতিক পরিস্থিতি আলোচনা করছেন রাজ্যের স্পিকার সিপি যোশী ও মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ছেলে বৈভব। এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই শুরু হয়েছে বিতর্ক। স্পিকারের ইস্তফার দাবি করছে বিজেপি।
দলের রাজ্য সভাপতি সতীশ পুনিয়া জানিয়েছেন, স্পিকারের উচিত নয় কোনও দলের পক্ষ নেওয়া। কিন্তু এই ভিডিও থেকেই স্পষ্ট তিনি কাদের সমর্থন করেন। প্রসঙ্গত স্পিকার সি পি যোশী সচিন পাইলট ও অন্যান্য বিধায়ক পদ খারিজের নোটিস দিয়েছিলেন। রাজস্থান হাইকোর্ট বলে আপাতত স্পিকার কোনও ব্যবস্থা নিতে পারবেন না। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছেন স্পিকার। এর মধ্যেই এল এই ভিডিও।