Video: রাষ্ট্রসংঘে নিত্যানন্দের আপন দেশ 'কৈলাসা'র প্রতিনিধিরা! অভিযোগ তুললেন ধর্মগুরুকে নির্যাতনের
Updated: 01 Mar 2023, 07:33 PM ISTভারতে স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দের বিরুদ্ধে রয়েছে ধর্ষণের অভিযোগ। অভিযোগ প্রকাশ্যে আসতেই ২০১৯ সালে দেশ থেকে 'পলাতক' ছিলেন নিত্যানন্দ। এরপর শোনা গিয়েছে, ইকুয়েডরের কাছে এক দ্বিপকে নিজের রাষ্ট্র হিসাবে তৈরি করে ফেলেছেন ধর্মগুরু নিত্যানন্দ। নিত্যান্দের সেই দেশের নাম কৈলাসা। আর সেই কৈলাসার প্রতিনিধিদেরই সদ্য দেখা গেল রাষ্ট্রসংঘের মঞ্চে। সেখানে গিয়ে কৈলাসার তরফে রাষ্ট্রসংঘের প্রতিনিধিত্ব করেন বিজয়প্রিয়া নিত্যানন্দ। জানান তাঁদের দেশ ১০ হাজার ধরনের হিন্দু ঐতিহ্যকে সঙ্গে নিয়ে চলে। তাঁদের দেশটি সার্বভৌম হিন্দু দেশ। এমনকি রাষ্ট্রসংঘে কৈলাসার অভিযোগ, তাঁদের নেতা নিত্যানন্দকে নির্যাতন করা হচ্ছে। আর সেই নির্যাতনের অভিযোগ ভারতের দিকে। উল্লেখ্য, নিজের আশ্রম যোগিনী সর্বজ্ঞপীঠমে অপহরণ করা শিশুদের আটকে রাখার অভিযোগ ছিল নিত্যানন্দের বিরুদ্ধে। ধর্ষণের অভিযোগ তাঁর নামে দায়ের হয়েছিল কর্ণাটকে। সেই নিত্যানন্দের দেশ কৈলাসা নতুন করে কাড়ছে শিরোনাম।