New York Riot: PlayStation-সহ বিভিন্ন গিফট দেবে! ইনফ্লুয়েন্সারের গুঁতোয় হিংসা ছড়াল নিউ ইয়র্কে Updated: 05 Aug 2023, 11:21 PM IST লেখক Ayan Das ইনফ্লুয়েন্সারের গুঁতোয় হুলুস্থুলু পড়ে গেল নিউ ইয়র্কে। ছড়াল হিংসা। আহত হলেন অনেকে। ওই ইনফ্লুয়েসার ঘোষণা করেন, প্লে-স্টেশন কনসোল-সহ বিনামূল্যে অনেক কিছু দেবেন। তারপরই ওই পরিস্থিতি তৈরি হয় বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -