বাংলা নিউজ > দেখতেই হবে > ঘরে বাইরে > Video: সাগরদিঘিতে বাম-হাত ক্যাম্পের জয়জয়কার!বিধানসভায় খাতা খুলল কংগ্রেস, উচ্ছ্বসিত নেতৃত্ব

Video: সাগরদিঘিতে বাম-হাত ক্যাম্পের জয়জয়কার!বিধানসভায় খাতা খুলল কংগ্রেস, উচ্ছ্বসিত নেতৃত্ব

বাংলার বুকে সাগরদিঘির উপনির্বাচন ঘিরে নয়া রাজনৈতিক সমীকরণ উঠে এল। তৃণমূলের তিন বারের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুতে উপনির্বাচন হয় সেখানে। এবারের ভোটে বাম কংগ্রেস জোটবদ্ধ হওয়ায় লড়াই ত্রিমুখী ছিল না সাগরদিঘিতে। এদিকে, ফলাফলের দিন বেলা গড়াতেই বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরেন বিশ্বাস পর পর রাউন্ডের গণনায় ভোটে এগিয়ে যান। তৃণমূলের তরফে প্রতিদ্বন্দ্বিতা করেছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। পরিসংখ্যান বলছে, ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত এই এলাকায় টানা জিতেছিল তৃণমূল। তবে ঘাসফুলের দখলের এলাকায় এই উপনির্বাচন রাজনৈতিক সমীকরণ পাল্টাল। সাগরদিঘি দখলে রেখে বাংলার বর্তমান বিধানসভায় প্রথমবার খাতা খুলল কংগ্রেস। এই সাফল্য নিয়ে মুখ খোলেন উচ্ছ্বসিত অধীর চৌধুরী।