আগামী ৫ অগস্ট অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদী। গত বছর সুুপ্রিম কোর্টের রায়ের পর সুগম হয়ে গিয়েছিল অযোধ্যায় রাম মন্দির হওয়ার পথ।
সেই মন্দির নির্মাণের জন্য এবার একটি সোনার ইঁট দেওয়ার প্রস্তাব দিয়েছেন স্বঘোষিত মোঘল বংশধর প্রিন্স ইয়াকুব হাবিবুদ্দিন টুসি। তিনি এক কিলোর এই সোনার ইঁট দিতে চান।
ইয়াকুব বলেন এটা খুবই আনন্দের মুহূর্তে যে ওখানে রাম মন্দির তৈরী হচ্ছে। প্রতিশ্রুতিমতো তিনি সোনার ইঁট দিচ্ছেন বলে জানান হাবিবুদ্দিন।এটা মুঘলদের তরফে উপহার বলে তিনি জানান। প্রসঙ্গত মুঘল সম্রাট বাবরের আমলে তৈরী বাবরি মসজিদ ছিল ওই স্থানে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ওখানে রাম মন্দির নির্মাণের ছাড়পত্র দেয় শীর্ষ আদালত। তিন অগস্ট থেকেই ভিত্তিপ্রস্তর খননের নানান আচার শুরু হবে। প্রধানমন্ত্রীর হাত দিয়ে আনুষ্ঠানিক ভাবে নির্মাণ প্রক্রিয়া শুরু হবে ৫ অগস্ট।