Video: বিল গেটসকে রান্নায় 'ফোড়ন' দেওয়ার পাঠ দিলেন স্মৃতি ইরানি! দেখুন ভাইরাল ভিডিয়ো
Updated: 05 Mar 2023, 06:52 PM ISTভারতীয় রান্না মানেই তাতে মশলার স্বাদ আলাদা করে জায়গা করে নেবে। আর ভারতীয় রান্নার পদের মধ্যে অন্যতম জনপ্রিয় পদ হল খিচুড়ি। সদ্য কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এই খিচুড়ি নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায়, স্মৃতি ইরানির সঙ্গে রয়েছেন বিল গেটস। ধনকুবের মার্কিন শিল্পপতি বিল গেটসকে কার্যত এ যুগের প্রযুক্তি কিংবদন্তি হিসাবে দেখা হয়। আর সেই বিল গেটসকে এই ভিডিয়োয় দেখা গেল খিচুড়ি রান্না করতে! আর কীভাবে খিচুড়ি রান্না করতে হবে, তার কার্যত দেখিয়ে দিচ্ছিলেন পাশে দাঁড়ানো স্মৃতি ইরানি। কেন্দ্রীয় মন্ত্রী যত্ন সহকারে বিল গেটসকে শেখাচ্ছিলেন 'তড়কা' দেওয়ার ধরন। উল্লেখ্য, সঠিক 'ফোড়ন' ছাড়া খিচুড়ির সঠিক স্বাদ মেলে না! তাই এই রান্নার গুরুত্বপূর্ণ অংশটি বিল গেটসকে দেখিয়ে দিচ্ছিলেন স্মৃতি ইরানি। মন্ত্রী খোদ এই ভিডিয়ো ক্লিপ পোস্ট করেন।