রাষ্ট্রপতির প্রাসাদেই কাবুলের লাইভ কভারেজ দেখল তালিবান : রিপোর্ট Updated: 16 Aug 2021, 09:31 PM IST লেখক Ayan Das 'পতন' হয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুলের। রাষ্ট্... more'পতন' হয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুলের। রাষ্ট্রপতির প্রাসাদ দখল করে নিয়েছে তালিবান। ভিডিয়োয় দেখা গিয়েছে, রাষ্ট্রপতির প্রাসাদ থেকে লাইভ কভারেজ দেখছে তালিবান নেতারা। দেখুন সেই ভিডিয়ো