Video: ভূস্বর্গে কাশ্মীরি পণ্ডিতের খুনের ৪৮ ঘণ্টার মধ্যে হত্যাকারী জঙ্গির মৃত্যু! অভিযান নিরাপত্তাবাহিনীর
Updated: 28 Feb 2023, 11:36 PM ISTরবিবার পুলওয়ামায় এক কাশ্মীরি পণ্ডিতের হত্যা ঘিরে এলাকায় বেশ চাঞ্চল্য ছড়ায়। ৪০ বছর বয়সী সঞ্জয় শর্মাকে মাঝ রাস্তা ঘিরে ধরে খুব কাছ থেকে গুলি করে পালায় জঙ্গিরা। হাসপাতালে সঞ্জয়কে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। ভূস্বর্গ ফের একবার রক্তাক্ত হওয়ায় ক্রমেই নানান প্রশ্ন উঠছিল নিরাপত্তা ঘিরে। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে খুনি জঙ্গিকে খুঁজে বের করে নিরাপত্তা বাহিনী। এদিন পুলওয়ামায় জঙ্গি আকিব মুস্তাক ভাটের মৃত্যু হয় নিরাপত্তাবাহিনীর গুলিতে। জানা গিয়েছে, সঞ্জয় হত্যার মাস্টারমাইন্ড ছিল আকিব। সে বহুদিন ধরে জড়িত ছিল হিজবুল মুজাহিদ্দিনের সঙ্গে। জানা গিয়েছে, নিরাপত্তাবাহিনীর এদিনের অভিযানে আরও এক জঙ্গি মারা গিয়েছে।