জম্মু-কাশ্মীরের নয়াগামে পুলিশের ওপর হানা দিল সন্ত্রাসবাদীরা। এতে কম করে দুইজন পুলিশকর্মী মারা গিয়েছেন। সন্ত্রাসবাদীরা জৈশ-ই-মহম্মদের সদস্য বলে জানা যাচ্ছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই দুজনকে মৃত বলে ঘোষণা করা হয়। একজন আহত।
জম্মু কাশ্মীরের আইজি বিজয় কুমার বলেন যে নির্বিচারে গুলি চালানো হয় পুলিশের ওপর। সন্ত্রাসবাদীদের শনাক্ত করা হয়েছে ও খুব দ্রুত তাদের নিকেশ করা হবে বলে তিনি জানান।
এরকম হানা আগে থেকে হওয়ার খবর ছিল কিনা, জিজ্ঞেস করায় পুলিশকর্তা জানান যে প্রতিবছর স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এমন ইনপুট থাকেই।