কৃষি আইন বুঝতেই পারেনি চাষীরা! আচমকা এমন কথা কেন বললেন রাহুল?
Updated: 28 Jan 2021, 05:25 PM ISTকৃষি আইন নিয়ে উত্তাল দিল্লি। প্রায় দুই মাস ধরে বিক্ষোভ দেখাচ্ছে পঞ্জাব ও হরিয়ানার কৃষকরা। প্রজাতন্ত্র দিবসে তো রীতিমত রণক্ষেত্রে পরিণত হয়েছিল রাজধানী। কিন্তু উত্তর ভারতের বাইরে কৃষি আইন নিয়ে তেমন কোনও হেলদোল নেই চাষীদের মধ্যে। সেই নিয়ে এবার কার্যত হতাশা প্রকাশ করলেন রাহুল গান্ধী।
কেরলে কালপেট্টায় একটি জনসভায় তিনি বলেন,' বাস্তবটি হল অধিকাংশ কৃষকই চাষী আইনের বিস্তারিত জানেন না। জানলে সারা দেশ জুড়ে বিক্ষোভ হত। দেশে পুরো আগুন লেগে যেত!'
রাহুল গান্ধী বলেন যে এর আগে জমি অধিগ্রহণ বিলের ক্ষেত্রে কৃষকের স্বার্থবিরোধী কাজ করতে গিয়েছিল সরকার। মোদী ক্ষমতায় আসার পরেই এই চেষ্টা করা হয়েছিল, কিন্তু সংসদে লড়ে কংগ্রেস সেটা রুখেছিল বলে দাবি করেন ওয়েনাদের সাংসদ।