Updated: 25 Apr 2023, 09:37 PM IST
Deutsche Welle
‘ব্যক্তিগত স্তরে জ্বালানি সাশ্রয়ের ভাবনা অনেকের জন্যই অস্বস্তির বিষয়৷ স্কটল্যান্ডের এক ক্লাব গ্রাহকদের পরিবেশ সংরক্ষণে অবদান রাখার অভিনব সুযোগ করে দিচ্ছে৷ ক্লাবের জ্বালানির ব্যবহারও কমে চলেছে৷ প্রায় সাত লাখ ইউরো খরচ করেছে ক্লাবটি, যা বেশ বড় অঙ্কের টাকা৷ তা সত্ত্বেও অন্যান্য ক্লাবও সেই পথে অগ্রসর হতে চাইছে৷’