Updated: 01 Mar 2023, 11:38 PM IST
লেখক Sritama Mitra
এই ছবি উত্তর দিল্লির রোশনারা এলাকার। সেখানে তিন তলা এক ইমারত হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই ইমারত এক গোডাউনের। গোডাউনে আগুন লাগার পরই পৌঁছয় দমকল। গোটা বিল্ডিংয়ের আগুন নিয়ন্ত্রণে আনতে ১০০ জন দমকল কর্মী পৌঁছন। দমকলকর্মীরা যখন আগুন নেভাচ্ছেন, তখনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বিল্ডিং। কোনও ক্রমে প্রাণে রক্ষা পান ১০০ জন দমকল কর্মী। ঘটনায় কোনও হতাহতের খবর নেই। এর আগে, বেলা ১১.৫০ নাগাদ এলাকায় ১৮ টি দমকের ইঞ্জিন পৌঁছয় আগুন নেভাতে। আগুন নেভানোর সময়ই ঘটে যায় বিপদ। এখনও জানা যায়নি, কোন কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে।