খাতায় কলমে তিব্বত চিনের অংশ। কিন্তু ভারতে যে তিববতিরা আশ্রয় গ্রহণ, তাদের কাছে হিসাবটা খুব স্পষ্ট। ভারত-চিনের মধ্যে কোনও সংঘাতের ক্ষেত্রে, ভারত যেন জয়লাভ করে।
সেই কারণেই লাদাখগামী ভারতীয় সেনার কনভয়কে উষ্ণ বিদায় জানালেন সিমলায় উপস্থিত তিব্বতিরা। প্রথমত সমস্ত জওয়ানদের তিব্বতি শাল দেওয়া হয় সৌভাগ্যের জন্য। ভারত ও তিব্বতের পতাকা নিয়ে রাস্তার ধারে সারি দিয়ে দাঁড়িয়ে ছিলেন ভারতে আশ্রয় পাওয়া এই শরণার্থীরা। সেনার জওয়ানরা যখন গেলেন, ভারত মাতা কি জয় স্লোগানে মুখরিত হল আকাশ। কোটি কোটি ভারতীয় ও এই দেশে আশ্রয় নেওয়া তিব্বতিদের শুঙেচ্ছা নিয়ে কঠিন মিশনে গেলেন ভারতের বীর জওয়ানরা।