দীর্ঘ আইনি লড়াইয়ের পর অযোধ্যার বিতর্কিত জমিতে তৈরি হতে চলেছে রাম মন্দির। কিন্তু ভবিষ্যতে এরকম বিতর্ক এড়াতে মন্দিরের নীচে একটি টাইম ক্যাপসুল রাখা হবে বলে জানিয়েছেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের সদস্য কমেশ্বর চৌপাল। তিনি বলেন, ‘রাম জন্মভূমির জন্য লড়াই বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি বিষয় শিখিয়েছে। রামের জন্মভূমি নির্ধারণে দীর্ঘ আইনি লড়াই থেকে বোঝা গিয়েছে (বিষয়টি)। (তাই) মন্দিরের ২,০০০ ফুট নীচে একটি টাইম ক্যাপসুল রাখা হবে, যাতে ভবিষ্যতে কেউ (এলাকার) ইতিহাস দেখতে চান, তাহলে রাম জন্মভূমির জন্য লড়াই সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে।’ আর কী বলেছেন তিনি, দেখে নিন ভিডিয়োয় -