বাংলা নিউজ > দেখতেই হবে > ঘরে বাইরে > Video: আচমকা রাস্তায় দাঁড়ানো চালকহীন ট্রাক্টর চলতে শুরু করল, ঢুকল দোকানে! এরপর?

Video: আচমকা রাস্তায় দাঁড়ানো চালকহীন ট্রাক্টর চলতে শুরু করল, ঢুকল দোকানে! এরপর?

এই ছবি উত্তর প্রদেশের বিজনৌরের। সদ্য এই ক্লিপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োয় দেখা যাচ্ছে এক চালকহীন ট্রাক্টরকে। আর সেই ট্রাক্টর আচমকাই চলতে শুরু করে দিতে দেখা গেল ভিডিয়োয়। দেখা যাচ্ছে, রাস্তায় পার্ক করা ট্রাক্টর নিজে থেকে চলে একটি জুতোর দোকানে ঢুকতে যাচ্ছে। আচমকা ঘটে যাওয়া এই কাণ্ডে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিজনৌর এলাকায়। এই ছবি সিসিটিভিতে ধরা পড়েছে। প্রশ্ন উঠছে, নিজে থেকে ট্রাক্টর কীভাবে চলতে শুরু করল, তা নিয়ে। প্রশ্ন উঠছে, ১ ঘণ্টা 'পার্ক' করা ট্রাক্টর ঠায় দাঁড়িয়ে থাকার পর কীভাবে চলতে শুরু করল? পুলিশ ঘটনার অভিযোগ পেতেই তদন্ত শুরু করেছে।