এর আগেও গুজরাতে রাজ্যসভা ভোট নিয়ে অনেক নাটক হয়েছে। আহমেদ প্যাটেলের নির্বাচনের সময়ে রীতিমত ভোররাত অবধি চলেছিল টানাপোড়েন। আবার কী সেই পথে চলছে রাজ্য। তেমনই প্রশ্ন উঠছে কারণ ১৯ তারিিখ রাজ্যসভার ভোটের আগেই ফের ইস্তফার হিড়িক গুজরাতে।
বৃহস্পতিবার কংগ্রেসের দুই বিধায়ক ইস্তফা দিয়েছেন। হিসাব অনুযায়ী, চারটি আসনের মধ্যে দুটি পেতে পারে কংগ্রেস। কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী কয়েকদিনে অনেক হিসেব নিকেশ চলবে। আরও কিছু বিধায়ক ইস্তফা দেন কিনা, সেদিকে থাকবে নজর। গুজরাতের বিধানসভার অধ্যক্ষ রাজেন্দ্র ত্রিবেদী জানিয়েছেন যে স্বেচ্ছায় ইস্তফা দিয়েছেন দুই বিধায়ক। তাদের ওপরে কোনও চাপ ছিল না।
গুজরাতে চারটি আসনের মধ্যে দুটিতে প্রার্থী দিয়েছে কংগ্রেস। এরমধ্যে শক্তিসিংহ গোহিল জিতবেনই প্রথম চয়েস ভোটের মাধ্যমে। ভারত সিং সোলাঙ্কির জয়ের পথ যদিও এখন কঠিন হয়ে গেল। ৬৬টি আসন আছে কংগ্রেসের। জিততে দরকার ৭১টি আসন। লকডাউনের আগেই পাঁচজন কংগ্রেস বিধায়ক ইস্তফা দিয়েছেন। ফের দিলেন দুইজন। তৃতীয় আসনে বিজেপির জয় তাই অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে। দেখুন পুরো ভিডিও।