Updated: 25 Feb 2023, 11:05 PM IST
লেখক Sritama Mitra
কিউবার গুয়ান্তানামো ডিটেনশন সেন্টর কতটা 'কড়া', তা সম্পর্কে ওয়াকিবহাল অনেকেই। সেই ডিটেনশন সেন্টারেই ২০ বছর বন্দি ছিলেন আবগুল রব্বানি ও মহম্মদ আহমেদ রব্বানি। তাঁরা ২ জনে সম্পর্কে ভাই। পাকিস্তানের বাসিন্দা এই দুই ভাইকে ২০ বছর জেলবন্দি রাখার পর সমস্ত অভিযোগ তুলে নিল আমেরিকা। তাঁদের বাড়ি পাঠানোরও বন্দোবস্ত করা হয়েছে। ওই দুই পাকিস্তানি ভাইয়ের বিরুদ্ধে জঙ্গি সংগঠন আলদায়দার সঙ্গে যোগের অভিযোগ ছিল। ২০০২ সালে পাকিস্তানে গ্রেফতার হয় আবদুল ও আহমেদ। পেন্টাগন বলেছিল, আবদুল রব্বানি আলকায়দার সেফ হাউসে কাজ করেন। আর তাঁর ভাই ফান্ড জোগাড় করেন, বলে অভিযোগ ছিল। তবে শেষমেশ তাঁদের ২ জনকেই ছেড়ে দেয় আমেরিকা।