Minister slaps man: প্রকাশ্য রাস্তায় আম-আদমিকে ঠাসিয়ে চড় মন্ত্রীর! তুমুল বিতর্কের পর দায়ের FIR Updated: 04 May 2023, 07:14 AM IST লেখক Ayan Das ব্যস্ত রাস্তায় এক ব্যক্তিকে ঠাসিয়ে চড় মারলেন মন্ত্রী। উত্তরাখণ্ডের সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ওই ঘটনায় নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।