বাংলা নিউজ > দেখতেই হবে > ঘরে বাইরে > Video: আচমকা পথ চলতি বাস বেসামাল! চারচাকা গাড়িকে ধাক্কায় ছিটকে দেওয়ার পর ভাঙল ধর্মীয় স্থানের দেওয়াল

Video: আচমকা পথ চলতি বাস বেসামাল! চারচাকা গাড়িকে ধাক্কায় ছিটকে দেওয়ার পর ভাঙল ধর্মীয় স্থানের দেওয়াল

এই ভয়াবহ দৃশ্য কেরলের। কেরলের ' State Road Transport Corporation' এর একটি বাস, এমনই ভয়াবহভাবে দুর্ঘটনার কবলে পড়ে। এই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, রাস্তায় কীভাবে পর পর দুর্ঘটনা ঘটিয়েছে রাজ্য প্রশাসনের এই বাস। কেরলের পাথানামথিট্টা জেলায় এই ঘটনা ঘটে। সেখানে কিজাভাল্লোরের কাছে রাস্তা চলতি এই বাস আচমকাই দুর্ঘটনার কবলে পড়ে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, এই বাস প্রথমে পথ চলতি একটি গাড়িকে ধাক্কা দেয়। ছিটকে যায় গাড়িটি। এরপর পাশেই থাকা একটি চার্চের দেওয়ালে গিয়ে ধাক্কা দেয় বাস। নিমেষে ভেঙে পড়ে সব! বাসের ওপরই টুকরো হয়ে পড়ে চার্চের দেওয়াল। ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।