Video: লেপার্ড ধরার খাঁচায় ঢুকে বন্দি হয়ে গেলেন ব্যক্তি! কেন ঢুকেছিলেন সেখানে? পরে কী ঘটল?
Updated: 24 Feb 2023, 11:15 PM ISTযে খাঁচার ভিতর লেপার্ড থাকে, সেই খাঁচাতেই বন্দি হয়ে গিয়েছিলেন এই ব্যক্তি! এই ঘটনা উত্তরপ্রদেশের বুলন্দশহরের। এলাকায় লেপার্ড দেখা গিয়েছে, এমন খবর পেতেই সেখানে পৌঁছন উদ্ধারকারীরা। এরপর নিয়ে যাওয়া হয় লেপার্ড ধরার খাঁচা। এদিকে,সেই খাঁচায় ছিল লেপার্ডকে ধরার 'টোপ' হিসাবে ব্যবহৃত মুরগি। সেই মুরগিকে খাঁচার ভিতর থেকে বের করে আনতে গিয়ে ঘটে যায় বিপত্তি! মুরগি ধরতে লেপার্ডের খাঁচায় ঢোকেন এই ব্যক্তি। আর তিনি ঢুকতেই বন্ধ হয় খাঁচার দরজা। ফলে লেপার্ডের খাঁচায় আটকে যান ব্যক্তি। তবে বনদফতর জানিয়েছে, তাঁকে সঙ্গে সঙ্গেই বের করে আনা হয়।