বাংলা নিউজ > দেখতেই হবে > ঘরে বাইরে > ভিডিয়ো: G-20 এর অনুষ্ঠান-স্থল থেকে টপাটপ ফুলের টব চুরি? ক্যামেরাবন্দি দৃশ্য ঘিরে তোলপাড়

ভিডিয়ো: G-20 এর অনুষ্ঠান-স্থল থেকে টপাটপ ফুলের টব চুরি? ক্যামেরাবন্দি দৃশ্য ঘিরে তোলপাড়

ভারতের সভাপতিত্বে আয়োজিত হচ্ছে চলতি বছরের জি-২০। এই মহাসামারোহ পর্ব ঘিরে দেশের নানান প্রান্তে সাজো সাজো রব। গুরুগ্রামে সদ্য আয়োজিত হওয়ার কথা রয়েছে জি ২০ সম্পর্কিত এক অনুষ্ঠানে। এদিকে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিয়োতে দেখা যাচ্ছে...ওই ঘটনাস্থল থেকে টপাটপ ফুল সমেত টব তুলে নিচ্ছেন ২ জন ব্যক্তি। আর সেই ফুলের টব উঠছে পাশে দাঁড়ানো একটি গাড়িতে। এই ঘটনার ভিডিয়ো সদ্য ভাইরাল হয়েছে। ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। এদিকে, হরিয়ানার গুরুগ্রামে ঘটে যাওয়া এই ঘটনা নিয়ে গুরুগ্রাম মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি মুখ খুলেছে। জয়েন্ট সিইও এসকে চাহাল জানিয়েছেন, ঘটনা নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।