ফের একবার ঢিলের শিকার বন্দে ভারত এক্সপ্রেস। অভিযোগ... more
ফের একবার ঢিলের শিকার বন্দে ভারত এক্সপ্রেস। অভিযোগ, শুক্রবার বিকেলে ঢিল ছোড়া হল সেকেন্দ্রাবাদ-বিশাখাপত্তনম বন্দে ভারত এক্সপ্রেসে। উল্লেখ্য, গত মাসে এই রুটে বন্দে ভারত ট্রেনকে সবুজ পতাকা দেখিয়েছিলেন নরেন্দ্র মোদী। এই রুটে এর আগেও ঢিলের শিকার হয়েছিল বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেন চালু হওয়ার আগেই বিশাখাপত্তনমে রেল ইয়ার্ডে ট্রেনের কামরার জানলায় পাথর ছুড়ে তা ভাঙা হয়েছিল