বাংলা নিউজ > দেখতেই হবে > ঘরে বাইরে > Viral Video: মলদ্বারে লোকানো ছিল সোনা! বিমানবন্দরে যাত্রী নামতেই করা হল পাকড়াও

Viral Video: মলদ্বারে লোকানো ছিল সোনা! বিমানবন্দরে যাত্রী নামতেই করা হল পাকড়াও

৪২ লাখ টাকার সোনা লোকানো ছিল মলদ্বারে। সেই সোনা উদ্ধার করল RGIA। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এই সোনা উদ্ধার হয়। মাসকাট থেকে আসা যাত্রীর তল্লাশি করে এই সোনা উদ্ধার করে হায়দরাবাদের কাস্টমস এয়ার ইন্টালিজেন্স। ৪২,৭৮, ৭৬৮ টাকার সোনা এইভাবে উদ্ধার হয়েছে।