বাংলা নিউজ > দেখতেই হবে > ঘরে বাইরে > Viral Video: টাকার বর্ষণ কাকে বলে! গুজরাটে ভজনের অনুষ্ঠানে শিল্পীর উদ্দেশে নোটের বন্যা শ্রোতাদের

Viral Video: টাকার বর্ষণ কাকে বলে! গুজরাটে ভজনের অনুষ্ঠানে শিল্পীর উদ্দেশে নোটের বন্যা শ্রোতাদের

উড়ে আসছে টাকা। অন্যদিকে, বাদ্যযন্ত্রের তালে তাল মেলাচ্ছেন শিল্পী। থামছে না টাকার বর্ষণ। শ্রোতারা মঞ্চের সামনে এসে ভুরি ভুরি টাকা ছড়িয়ে দিচ্ছেন। এই দৃশ্য গুজরাটের। গুজরাটের ভালসাদে এক ভজন অনুষ্ঠানে এমনটা দেখা গেল। শিল্পী কীর্তিদান গাদভির অনুষ্ঠানে এমন ঘটনা ঘটে গেল। এই টাকার পাহাড়ের ছবি মুহূর্তে ভাইরাল হয়। এর আগে ২০২২ সালে গুজরাটের নবসারি গ্রামে এক ভজনের অনুষ্ঠানেও একই ছবি দেখা যায়। সেবারও শিল্পী ছিলেন কীর্তিদান গাদভি। আর সেবার ৫০ লাখ টাকার নোট বর্ষণ হয়েছিল তাঁর অনুষ্ঠানে।