দিল্লি-হরিয়ানার সিঙ্ঘু সীমান্ত দেখলে বোঝা শক্ত যে সেটা আদপে দেশের সীমান্ত নয়। কাঁটাতারের বেড়া বসিয়েছে পুলিশ, যাতে বিক্ষোভকারীরা অন্য দিকে আসতে না পারে। হাইওয়ের ওপর মোটা রডের ব্যারিকেড তৈরি করা হচ্ছে। রীতিমত সিমেন্ট দিয়ে ঢালাই করে দেওয়া হয়েছে টিনের ব্যারিকেডের ওপর দিয়ে। অর্থাৎ সেটা সরানো খুব শক্ত হবে। হাইওয়ের অন্য দিকটাও কার্যত বন্ধ করে দিয়েছে পুলিশ। এই নিয়ে পুলিশকে একহাত নিয়েছেন অনেক রাজনীতিবিদ। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এই বেড়ার ছবি শেয়ার করে বলেন যে দেওয়াল নয়, সেতু গড়া উচিত কেন্দ্রের। ছয় তারিখ ফের চাক্কা জ্যামের ডাক দিয়েছে কৃষকরা। প্রজাতন্ত্র দিবসে হওয়া হিংসার পর এবার আর কোনও সুযোগ নিতে চাইছে না পুলিশ। সেই কারণেই এমন বন্দোবস্ত।