হালে তাইওয়ানে একটি ভিডিও ভাইরাল হয়েছে চিনের সৈনিকদের কান্নার। সেখানে দেখা যাচ্ছে চিনের সামরিক গান গ্রিন ফ্লাওয়ার ইন দ্য আর্মি গাইতে গাইতে কাঁদছেন লাল ফৌজের তরুণ সৈনিকরা।
তাইওয়ানের মিডিয়া এই ভিডিও নিয়ে চিনকে পরিহাস করেছে। তাদের দাবি যে মৃত্যুভয়ে কাঁদছেন এই সৈনিকরা।
অন্য দিকে চিনের সরকারি মুখপত্র গ্লোবাল টাইমস জানিয়েছে যে এই ভিডিওটি তখন শ্যুট করা যখন বাড়ির লোকদের থেকে বিদায় নিচ্ছিলেন এই সৈনিকরা। সেই আবেগঘন মুহূর্তে অনেক সৈনিক অশ্রুসজল বিদায় জানিয়েছেন তাঁদের পরিবারবর্গকে। এর সঙ্গে ভয়ের কোনও সম্বন্ধ নেই বলে চিনের দাবি।