মঙ্গলবার হয়তো ইতিহাস গড়বেন। কিন্তু তার আগে আনন্দে ভাসলেন বার্থ ডে বয় তেজস্বী যাদব। প্রিয়জনদের সঙ্গে কাটালেন বিশেষ দিনটি। তিনিই বিহারের আগামী মুখ্যমন্ত্রী ঘোষণা করে পোস্টার পড়েছে পাটনায়।
বুথ ফেরত সমীক্ষা বলছে অ্যাডভান্টেজ তেজস্বী। বাস্তবে কি হবে, তা জানা যাবে যখন ৫৫টি গণনা কেন্দ্রে ইভিএম খোলা হবে।ফলাফল যাই হোক, যেভাবে মোদী ও নীতিশের মতো দুঁদে রাজনীতিবিদদের চাপে ফেলেছেন তেজস্বী, তিনি যে রাজনীতির ময়দানে লম্বা রেসের ঘোড়া হতে চলেছেন, তা বলাই বাহুল্য।