কাজ শুরু করল ভারতীয় বিমানবাহিনীর ১৮ নম্বর স্ক্যোয়াড্রেন। তামিল নাড়ুর সুলুরের এয়ার ফোর্স স্টেশনে হল অনুষ্ঠান। এই স্ক্যোয়াড্রেনে থাকবে দেশীয় প্রযুক্তিতে তৈরী তেজস।
এদিন লাইট কমব্যাট বিমান তেজস চালিয়ে দেখেন এয়ার চিফ মার্শাল আরকেএস বাদুরিয়া। ৪৫ স্ক্যোয়াড্রেনের সঙ্গে সর্টিতে অংশগ্রহণ করেন তিনি।