৩৩ বার ম্যাট্রিকে ফেল করার পর করোনার দৌলতে সাপমুক্তি প্রৌঢ়ের
Updated: 31 Jul 2020, 04:32 PM IST৩৩ বারে পাশ করতে পারেননি দশম শ্রেণির পরীক্ষা। অবশেষে করোনার দৌলতে ম্যাট্রিক পাশ করলেন হায়দরাবাদের মহম্মদ নুরউদ্দিন। করোনার জেরে পরীক্ষা নেওয়া শেষ হয়নি। তাই গণ পাশের পথে হেঁটেছে তেলেঙ্গানা সরকার।
নুরউদ্দিন বলেন যে ১৯৮৭ থেকে তিনি পাশ করার চেষ্টা করছেন কিন্তু ব্যর্থ হচ্ছেন। তিনি জানান যে তাঁর আত্নীয়দের সাহায্য নিতেন প্রত্যেক বার পরীক্ষা দেওয়ার আগে, কিন্তু একবারও শিকে ছিঁড়ত না। ইংরেজিতে দুর্বলতার জন্যেই তিনি পাশ করতে পারতেন না বলে জানিয়েছেন নুর।
তবে এইবার পরীক্ষার ফর্ম ভরে তিনি ঠিক করেছিলেন এবারই শেষ। এবার হলে হবে, নয়তো আর চেষ্টা করবেন না। কাকতালীয় ভাবে এবারই পরীক্ষা হল না। ফলে ৫১ বছরের নুর পাশ করলেন মাধ্যমিক।